কৃষি সংবাদঃ
আজ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর ট্রেনিং রুমে “বাংলাদেশ থেকে ফল ও শাকসবজি রপ্তানি বৃদ্ধিতে উত্তম কৃষি চর্চার সম্ভাবনা” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্টিত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা ট্রিবিউন ও ইউএসআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার – বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুট এন্ড নন ফুড ক্রপ এক্টিভিটি প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

গোলটেবিল আলোচনায় সাবেক সচিব জনাব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জনাব বলাই কৃষ্ণ হাজরা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো: তাজুল ইসলাম পাটোয়ারী ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবালগ্যাপ এর রেজিস্ট্রাড ট্রেইনার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ডঃ মোঃ আজিজুর রহমান।

উক্ত আলোচনা সভায় গ্যাপ সংস্লিষ্ট ৩২টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ৬৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।আলোচনায় অংশ নেন ৩২ জন প্রতিনিধি।

আলোচকরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে দ্রুত বাংলাদেশগ্যাপ সার্টিফিকেশন চালুর উপর গুরুত্ব দেন। এজন্য সংস্লিষ্ট সকলকে প্রশিক্ষনের আওতায় আনার পরামর্শ দেন।

এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের কারিকুলামে গ্যাপ সংস্লিষ্ট কোর্স অন্তর্ভুক্তির সুপারিশ করেন।

উক্ত গোলটেবিল আলোচনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি মন্ত্রনালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, পিকেএসএফ, বিভিন্ন এসোসিয়েশন, উন্নয়ন সহযোগী, প্রাইভেট সেক্টর, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily