অনলাইনঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে এম আর কে রিয়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাস ও হুমকি দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ১৫ অক্টোবর, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শহরের পাইকপাড়া এলাকা থেকে রিয়েনকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আসাদুজ্জামান।
তিনি জানান, রিয়েনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগের বিষয়টি রিয়েন স্বীকার করেছেন উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা জানান, তাকে আদালতে হাজির করা হবে।
মঙ্গলবারই ফেসবুকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমকে উদ্দেশ্যে করে অশালীন স্ট্যাটাস দেন কাউন্সিলর বাবুর ছেলে রিয়েন। ওই স্ট্যাটাসে তাকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করারও হুমকি দেয়া হয়।
এর প্রেক্ষিতে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বাদি হয়ে রিয়েনকে আসামী করে দুপুরে সদর মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে রিয়েনকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে কাউন্সিলরের লোকজন সদর মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেন।
-ডিকে