প্রিমিয়ার ব্যাংকের এটিএম এখন ইপিজেড ও বিকেএসপিতে

প্রিমিয়ার ব্যাংকের এটিএম এখন ইপিজেড ও বিকেএসপিতে
প্রিমিয়ার ব্যাংকের এটিএম এখন ইপিজেড ও বিকেএসপিতে

অর্থনীতিঃ
আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দুটি নতুন এটিএম বুথ ঢাকা ইপিজেডে এবং বিকেএসপি সংলগ্ন ডিকা টেক্স-এ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ঢাকা ইপিজেড এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহেদ সেকান্দার; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিনসহ বেপজা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একইসাথে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) জনাব ছামি করিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ডিকা টেক্স এটিএম বুথের উদ্বোধন করেন ।

বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, ‘করোনাকালীন দেশের পোশাকখাতে সাড়ে ১৫ শতাংশ রফতানি বেড়েছে।

দেশের আটটি ইপিজেডে প্রায় ৩৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।‘ শিল্পাঞ্চলের এই সার্বিক অগ্রযাত্রায় নানামুখী ব্যাংকিং সেবা নিয়ে পাশে থাকার জন্য তিনি প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

৫০মা’কে পুরস্কৃত করলো প্যারাসুট জাস্ট ফর বেবি

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, ‘সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দ্রুততম সময়ে প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ঢাকা ইপিজেড এবং ডিকা টেক্স এটিএম বুথের মাধ্যমে স্থানীয় শ্রমিকসহ সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবেন।‘

-শিশির

FacebookTwitter