আইন আদালতঃ

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে মাদক বিক্রি করার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল আমিন (২৯) ও মোঃ মিরাজ (২৩)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৩২০ বোতল ফেন্সিডিল, ৪০৮ ক্যান বিয়ার ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৭.৪৫ টায় হাজারীবাগ এলাকার শিকদার রিয়েল এস্টেট এর কার্জন মটরস ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা ডিএমপি নিউজকে আরো বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় প্রাইভেটকারে করে বিক্রি করতেন।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।

-ডিএমপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily