বিনোদনঃ
প্রবাসী পরিবার।। চলবে এনটিভিতে প্রতি বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার রাত ৮.২০।
রচনা, পরিচালনা: মারুফ রেহমান।
চিত্রনাট্য : মারুফ রেহমান ও মশিউর মানিক
ক্রিয়েটিভ ডিরেক্টরঃ শহিদ উন নবি।
মুল চরিত্রঃ
সামিম জামান, মুসাফির বাচ্চু, শহিদ উন নবি, অর্পা, মুকুল সিরাজ, আলামিন সবুজ, সৌমন্তি, ময়মুনা মম, সাথি, সাদিয়া, হিন্দোল, আসিফ নুর, মিলন ভট্ট, টুটুল চৌধুরি, নাজমুল শাকিল, মানতাহা প্রমুখ।।
মুল গল্পঃ
স্ত্রিকে দেশে রেখে প্রবাসী হয়েছে এই দেশের লাখো তরুন। তাদের কিছু কমন সমস্যা আছে। যেমন তাদের কস্ট অর্জিত টাকা যখন বাড়িতে থাকা অসহায় মা বা স্ত্রীর কাছে পাঠায়, তা অনেক সময় সঠিক লোকের হাতে পৌছায় না। প্রবাসীদের অন্যতম কস্ট হলো,
স্ত্রীর ভালবাসা বঞ্চিত হবার যন্ত্রনা।
মায়ের স্নেহ না পাবার হাহাকার।
পরিবারে দুই ভাই এক বোন। মতিন মিন্টু আর আসমা।
ছোট ভাই মিন্টু মালয়সিয়া থাকে । নিজে বিদেশ গিয়েছে, বোনের জামাইটাকেও বিদেশে নিয়ে গেছে। বাবা মারা যাবার পর, এই ছোট ভাইর পাঠানো টাকাতেই পুরো সংসার চলে। সুখের সংসারে অশান্তি শুরু হয়, যখন ছোট ভাই তার পাঠানো টাকার হিসাব চায়।
হিসাব দেয়ার উপায় নেই মতিনের। কারন সে এত দিন ছোট ভাইর পাঠানো টাকার বেশির ভাগই অপচয় করে ফেলেছে।
ছোট ভাই এত দিন তো টাকার হিসাব চায়নি। তার মানে ছোট ভাইকে টাকার হিসাব নিতে শিখেয়েছে তার বিয়ে করা নতুন বউ।
ছোট বউ,কে একদমই পছন্দ হয়নি বড় বউ এর। কারন এত দিনের সংসারের কন্ট্রোল তার থেকে চলে যাবার আশংকা রয়েছে।
তার এই ধারনা আরো পোক্ত হলো, যখন প্রবাসী ছেলে দেশে টাকা পাঠানো শুরু করলো স্ত্রীর নামে। এতদিন বড় ছেলে এবং মায়ের একাউন্টে টাকা আসতো। এখন কি তবে ছোট বউ এর কাছে টাকা চাইতে হবে?
একমাত্র ছোট বোন আসমাকে নিয়ে এলাকার মানুষ নানান কথা বলে। আসমার স্বামি হুট করে একদিন দেশে চলে আসে। এলাকার সবাই চায় আসমার সংসার ভাংগুক। কিন্তু আসমার স্বামি আসমার হাত আরো শক্ত করে ধরে। কখনো কখনো দুরত্বের কারনে ভালোবাসা আরো বেশি শক্ত হয়।
গ্রামের বর্তমান চেয়ারম্যান আর সাবেক চেয়ারম্যানের ক্ষমতার লড়াইয়ের মাঝে পরে যায় হুন্ডি ব্যাবসায়ি বাদল। এদিকে গ্রামের সহজ সরল মানুষদের অবৈধ পথে বিদেশ নেয়ার চক্রান্ত আরো বেগবান হয় বর্তমান চেয়ারম্যানের সাথে আলম সিন্ডিকেট হবার পরে।
স্বার্থের কারনে মানুষ অমানুষে পরিনত হয়।
আবার স্বার্থের উর্ধে অবস্থান করে পরিবারের বন্ধন আর ভালোবাসা। এই সব টানাপোড়েন নিয়েই আমাদের প্রবাসী পরিবার।
-শিশির