সারাদেশঃ

ময়মনসিংহে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার কারণে এক স্কুলছাত্র গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ছাত্রের নাম ইমন। ২০ জুন, শনিবার রাতে ভালুকা উপজেলার কাদিগড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির করার অভিযোগে ওই স্কুলছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা হানিফ মোহাম্মদ নিপুণ। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

ইমন উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি কাদিগড় গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার ফেসবুকে ইমনের আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনায় হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily