অনলাইনঃ
ঢাকার পাটুয়াটুলিতে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এই ভবনটির ধ্বংসস্তুপ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৮টায় জাহিদুল ব্যাপারি নামে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ভবনটির ভেতরে জাহিদুলের ছেলে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, তিনতলা এই ভবনটি ভোরের দিকে ধসে পড়েছে। ভবনের পাশের যে রুমটি ধসে পড়েছে, সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদুল ও তার ছেলে থাকতেন। তবে, ছেলের নাম জানা যায়নি। গতকাল (মঙ্গলবার) রাতে ফলের দোকান বন্ধ করার পর সকাল থেকে ওই ব্যবসায়ীর দোকান বন্ধ ও মোবাইলও বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ধসে পড়া ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় উদ্ধার কাজে ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

-এমকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily