সারাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামে এক যুবক। আহতের নাম নুসরাত জাহান স্বর্ণা (১৭)।
তিনি শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
গতকাল সোমবার বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারী শহিদুল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কারী বাড়ির সামসুল হকের ছেলে।
জানা গেছে, স্বর্ণাকে কলেজে ও প্রাইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শহিদুল। কিন্তু তাতে রাজী না হওয়ায় প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে তার উপর হামলা করেন তিনি।
স্বর্ণার বাবা সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধা জানান, তার মেয়ে প্রস্তাব প্রত্যখ্যান করায় শহিদুল ক্ষিপ্ত হয়ে এ হামলা করে পালিয়ে যায়। তিনি এর বিচার দাবি করেছেন।
স্বর্ণাকে উত্যক্ত করায় গতমাসের দুই তারিখে তার নানা মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন বলেও জানা গেছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, শহিদুলকে খোঁজা হচ্ছে। হামলার ঘটনা সরোজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে।
-ডিকে