স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয় এ দুই দল। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।
টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে তারা ১২-০ গোলে নেপালের বিপক্ষে হেরে যায়। আর আজকে বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল পাকিস্তান।
পাকিস্তানের গোলরক্ষক তোবা ইদ্রিসকে দেখে বেশ অসহায় লাগছিল। একের পর এক গোল করে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। পোস্টের মধ্যে থেকে বল কুড়িয়ে এনে সতীর্থদের হাতে তুলে দিয়ে যেন বলছেন, কী আর করা যাবে! নে আবার খেলা শুরু কর।গোলরক্ষক হিসেবে ১৭ বার বল কুড়িয়ে আনার কষ্টটা তো বোঝানোর নয়!
গত মাসে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল।
মেয়েদের ফুটবলে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়। ‘নবীন’ পাকিস্তানকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছে মার্জিয়া, সিরাত জাহান স্বপ্নারা। স্ট্রাইকার স্বপ্নার সাত গোলের ম্যাচে চার গোল করেছেন উইঙ্গার মার্জিয়া, ডিফেন্ডার শিউলি আজম করেছেন দু’গোল। একটি করে গোল করেছেন মৌসুমি, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।