বিনোদন ডেস্কঃ
টেলি সিরিয়াল, টলিউড আর বলিউডের পর কলকাতার অভিনেত্রী পাওলি দাম এবার নতুন পরিচয়ে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন।
ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার ওয়েব দুনিয়ায় যাত্রা শুরু করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে ইতিমধ্যে পাওলির অভিনয়ে একটি বাংলা ওয়েব সিরিজের শুটিং শুরু হয়ে গেছে।
টলিপাড়ার খবর, ২২শে আগস্ট থেকে শুরু হয়েছে জি ফাইভ-এর প্রথম বাংলা অরিজিনাল ওয়েব সিরিজের শুটিং। এই সিরিজেই মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম। এতে তিনি ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
আর সিরিজটি প্রযোজনা করছে রোডশো মুভিজ। প্রযোজক অরিত্র সেন ও পরমব্রত চট্টোপাধ্যায়। এক্সিকিউটিভ প্রোডিওউসার আকাশ ঘোষ।
তবে এই সিরিজে পরিচালকের ভূমিকায় দেখা যাবে না পরমব্রতকে। শোনা গিয়েছে, ক্ষ্যাপা ওয়েব সিরিজের পরিচালক কোরক মুখোপাধ্যায় পরিচালনা করছেন সিরিজটি।
একটি সূত্র বলেছে, কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে প্রযোজক এবং অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
-আরবি