ডেস্ক রিপোর্টঃ
পবিত্র হজ্জ পালনের উদ্দেশে বর্তমানে মক্কায় অবস্থান করছেন সমাজ সেবক , ঝলক ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা, বাংলাডেইলি২৪ডটকম এর উপদেষ্টা সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল, সাথে রয়েছেন পিতা মনসুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক উন্নয়ন কর্মি ও স্ত্রী সামরিন রহমান।
ইতিমধ্যে ২বার উমরাহ হজ্জ সম্পন্ন করেছেন সপরিবারে। আগামী ২৫জুন মীনায় পৌছাবেন হজ্জ পালনের উদ্দেশে ।
১২জুলাই পর্যন্ত মক্কায় অবস্থান করে দোয়া কবুলের স্থানগুলোতে যাবেন সবার জন্য দোয়া করবেন। হজ্জ উইথ আয়েশা গ্রুপের সাথে অবস্থান করছেন।
পবিত্র হজ্জ পালন শেষে মদিনায় পৌছাবেন এবং মসজীদ-এ- নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
২১জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ঢাকায় পৌছোবেন। দেশবাসি সকল মুসলমান ভাইবোনদেন কাছে হজ্জ কবুল হওয়ার জন্য দোয়া চেয়েছেন।
-শিশির