পঙ্গু হাসপাতালে অস্টিওপোরোসিস দিবস পালিত

স্বাস্থ্যঃ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান(নিটোর) ঢাকায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত ২০২২ পালিত হয়৷

হাড়ের যত্ন সুরক্ষিত করতে গণসচেতনতা মূলক এই বিদসটি সারাবিশ্বে আজকের এই তারিখে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস শিনোনামে পালিত হয়ে আসছে৷

জাতীয় অর্থোপেডিক ও পূ্নর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. আব্দুল গনি মিয়ার নেতৃত্বে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন৷

সেই সময় হাসপাতালের সকল সিনিয়র ও জুনিয়র ডাক্তারা অংশ গ্রহন করেন৷

হাড়ের যত্নে কিছু করনীয় সংবলিত কিছু পোষ্টারে নিদের্শ নায় দেখা যায়, হাড়কে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করুন৷

অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোধে এবং ভবিষ্যতে স্বাধীনভাবে চলাফেরায় প্রথম দাপ হলো সুস্থ হাড় এবং স্বাস্থ্যকর জীবনযাপন৷

অপর এক নির্দেশনায় দেখা যায়, প্রতি সপ্তাহে ৩-৪ অস্তত মিনিট ব্যায়াম করুন এবং এর সাথে পেশী শক্তিশালী করার বিভিন্ন ব্যায়ামের অভ্যাস করুন৷

এ ছাড়া খাদ্যাভাসের বিভিন্ন নির্দেশনায় দোখা যায়৷ ক্যালসিয়াম,প্রোটিন, ভিটামিন-ডি ও অন্যান্য পুষ্টি উপাদানের কথা উল্লেক করা হয়েছে৷

অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্টিত হয়৷ সেমিনারে অর্থোপেডিক সোসাইটির সারাদেশের বিভিন্ন মেডিকেলে কর্মরত বিশেষজ্ঞগণ অনলাইনে যোগ দেন৷

সেমিনারের মাঝে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক৷

সাবেক এই অর্থমন্ত্রী কর্মরত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, রোগিদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে হবে, রোগিদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে৷ তাড়াহুড়ো করে রোগি দেখার ব্যাপারে তিনি বিরুপ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন৷

রুহুল হক এক পরামর্শে বলেন, হাসপাতালের অপেক্ষমান রোগিদের জন্য নানা ধরনের নির্দেশনামূলক সংক্ষিপ্ত আকারে ডিসপ্লে ব্যবহার করা যেতে পারে৷

পরিশেষে, সেমিনারের সভাপতির বক্তব্যে নিটোরের পরিচালক ডা. আব্দুল গনি মিয়া ডাক্তারদের অলসতার কথা উল্লেখ করে বলেন, ডাক্তারদের লেখালেখিটা আমরা ভুলে যাচ্ছি, সবাই আমরা ব্যবস্থাপত্রে লেখার পরিবর্তে সিল ব্যবহার করছি৷

পরিশেষে জরুরি বিভাগে কর্মরত ডাক্তারদের কর্তব্যের ব্যাপারে যত্নবান হতে অনুরোধ জানান৷ এবং জনগনকে সঠিক চিকিৎসা দিতেও অনুরোধ জানান৷

-শিশির

FacebookTwitter