অর্থনীতিঃ
উৎসবমুখর পরিবেশে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

দিবসটি উপলক্ষ্যে ১৮ অক্টোবর ২০২২ তারিখ সকালে পিকেএসএফ ভবনে স্থাপিত শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় পিকেএসএফ-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান এবং এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে পরিবারের বেশিরভাগ সদস্যের সাথে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাসেলকও।

গত বছর বাংলাদেশ সরকার ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা দেয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily