সারাদেশঃ
খুলনার রূপসায় গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে পেটে ছুরি মেরে এক যুবককে হত্যা করেছে অপর এক যুবক। তারা দুজন পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

গতকাল ১৮ জুলাই, শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নৈহাটী মোড়ে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

নিহত যুবক সুমন শেখ (২৫) নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, মাসখানেক পূর্বে গাঁজা সেবন দিয়ে সুমনের সাথে তার বন্ধু মাহমুদুলের (২২) কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতিও হয়েছিল। এরই জের ধরে গতকাল রাতে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে ফের দু’জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়।

এসময় উত্তেজিত হয়ে মাহমুদুল হঠাৎ করে সুমনের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তার পরিবারের লোকেরা দ্রুত সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, নিহত সুমন শেখের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily