নিহত মিমের বাসায় নৌ মন্ত্রী, ক্ষমা চাইলেন

নিজস্ব প্রতিবেদকঃ

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়ে তাঁর হাসির জন্য ক্ষমা চেয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় তিনি দিয়ার বাসায় যান। সেখানে ২০ মিনিট অবস্থান করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রদর্শন করেন।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

দিয়ার বাবা জাহাঙ্গীর আলম গতকাল রাতে গণমাধ্যমকে জানান, নৌ পরিবহন মন্ত্রী তাঁকে বলেন, তিনি অন্য একটি প্রসঙ্গে হেসেছিলেন। তখনো জানতেন না সড়ক দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে সাংবাদিকেরা বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেন। তাঁর হাসিতে সবাই দুঃখ পেয়েছে জেনে তিনি আগেই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। এখন নিজে এসে তাঁদের পরিবারের কাছেও ক্ষমা চান।

মিমের বাবা জাহাঙ্গী আলম নৌ পরিবহন মন্ত্রীকে বলেছেন, যা-ই হোক না কেন, তিনি সড়কে নিরাপত্তা চান। তিনি চান তাঁর মেয়ের অছিলায় হলেও সড়ক দুর্ঘটনা বন্ধ হোক।

অদক্ষ চালকদের হাতে আর স্টিয়ারিং না থাকুক। তাঁর মেয়ে অন্যদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছিল। শুধু চালকের খামখেয়ালির কারণে তাঁর মেয়েটা মারা গেছে।

-আরবি

FacebookTwitter