নির্মাণাধীন গেট ধসে চার ব্যক্তি নিহত

সারাদেশঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্যাপ্টেন শহীদ এম.মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। কোনো ধরনের নকশা ছাড়াই ত্রুটিপূর্ণ পদ্ধতিতে গেটটি নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

১৭ মার্চ, মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের পাশেই বসেছিল পশুর হাট।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তাড়াশের তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের রাশিদুল ইসলাম (২৭) ও তালম ইউনিয়নের তালম নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৬)।

নিহত অপর ব্যক্তির বাড়ি শাহজাদপুর উপজেলায়। নাম না জানা গেলেও তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আহতদেরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কলেজের প্রধান ফটক নির্মাণের জন্য স্থানীয় “গুল্টা মিশন” থেকে দশ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়। ওই অর্থ দিয়ে অধ্যক্ষ নিজেই গেট নির্মাণের কাজ শুরু করেন। তবে অভিযোগ রয়েছে, সঠিক নকশা না করেই কাজ শুরু করেন তিনি। ফলে ঘটেছে এ দুর্ঘটনা।

এ বিষয়ে কথা বলার জন্য অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বড় ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস আলী বলেন, ‘‘গুল্টা মিশন থেকে দেয়া সহায়তার অর্থ দিয়েই গেটের নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণের আগে সঠিকভাবে নকশা করা হয়েছিল কি না, জানা নেই।’’

-কেএম

FacebookTwitter