নির্বাচনী চালচিত্রঃ দিনাজপুর জেলা

আমিরুল ফয়সলঃ

দিনাজপুরের ছয়টি আসনে এবারও আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যরা। গত রবিবার (২৫ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ছয়জন (বর্তমান সাংসদ) হলেন— দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক।

উল্লেখ্য, দিনাজপুরের ৬টি আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মোট ৪৪ জন নেতা আবেদন করেছিলেন।

দিনাজপুর-১ আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল একসময় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত ছিলেন। এখন তিনি সংবাদপত্রের ব্যবসা করেন। দিনাজপুর-২ আসনের খালিদ মাহমুদ চৌধুরী ছাত্রলীগের রাজনীতি করে ধাপে ধাপে উঠে এসেছেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসাও করেন।

দিনাজপুর-৪ আসনের এইচ এম মাহমুদ আলী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ছিলেন পররাষ্ট্রসচিব। ছাত্রজীবনে রাজনীতিতে জড়ানো মাহমুদ আলী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে কাজ করতেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় বিদ্রোহ করেন। দিনাজপুর-৫ আসনের মোস্তাফিজুর রহমান ৬০ দশক থেকেই রাজনীতিতে জড়িত। পাশাপাশি কৃষিভিত্তিক ব্যবসা করেন। দিনাজপুর-৬ আসনের শিবলী সাদিক ব্যবসায় জড়িত ছিলেন। তার বাবা মোস্তাফিজুর রহমান ফিজু ছিলেন ওই আসনের সংসদ সদস্য।

দিনাজপুরের প্রতিটি আসনে বিএনপির ‘বিকল্প’ প্রার্থীরাঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি আসনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করতে বিএনপি দলীয় প্রার্থীতার মনোনয়ন পেয়েছেনঃ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ। 

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদেক রিয়াজ চৌধুরী পিনাক ও বজলুর। 
দিনাজপুর-৩ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল। 

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে শিল্পপতি হাফিজুর রহমান সরকার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু । 
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু ও শাহিন হোসেন

দিনাজপুরের ৬টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলো মোট ২১ জন। তাদের দলীয় সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। দিনাজপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৫ জন। এর মধ্যে মনোনয়ন দৌড়ে (এখন পর্যন্ত) এগিয়ে রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তবে এই আসনটি জোটের পক্ষে জামায়াতের প্রার্থী মোহাম্মদ হানিফকে দেয়া হলে তিনি মনোনয়ন না-ও পেতে পারেন। দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন ৪ জন। এর মধ্যে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদেক রিয়াজ চৌধুরী পিনাক ও বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ মনোনয়ন দৌড়ে প্রথমদিকে এগিয়ে থাকলেও শেষের দিকে সবাইকে কাটিয়ে এগিয়ে রয়েছেন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। শেষমেশ মঞ্জুরুল ইসলামই পেতে পারেন এই আসনের ধানের শীষের প্রতীক।

দিনাজপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন ৫ জন। এর মধ্যে আর্থিকভাবে সচ্ছলতার কারণে সবাইকে কাটিয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন শিল্পপতি হাফিজুর রহমান সরকার। দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন ২ জন। এর মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন আখতারুজ্জামান মিয়া। যদিও এই আসনে জোটের পক্ষ থেকে ধানের শীষ দাবি করেছে জামায়াতের প্রার্থী আফতাবউদ্দীন মোল্লা। দিনাজপুর-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন ৩ জন্য। এর মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক। দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন ২ জন। এর মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন ড্যাব নেতা ডা. জাহিদ হোসেন। তবে এই আসনটিতে ‘ধানের শীষ’ তুলে দেয়া হতে পারে জেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলামকে।

-এসএম

FacebookTwitter