নামাজরত অবস্থায় মারা গেলেন তিনি

অনলাইনঃ

দেশের শীর্ষস্থানীয় আলেম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া জিরি’র মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব (৭৯) মারা গেছেন। 

২৫ মে, সোমবার রাত দেড়টার দিকে চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমজান মাসের শেষ দশকে ইতেকাফ করেছেন। ইতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাকে রাতেই হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জায়নামাজে সেজদারত অবস্থায় মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মরহুমের সাবেক সহকারী ও একই মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য ছাত্র, শাগরিবদ, মুরিদান, ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামের নিজ কর্মস্থল জিরি মাদ্রাসার মাঠে হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে জামেয়া জিরির মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেক শীর্ষস্থানীয় ইসলামি সংগঠন।

-এফকে

FacebookTwitter