অনলাইন ডেস্কঃ
শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে পাবনা থেকে বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কদিমচিলান এলাকায় বিপরীতমুখি একটি লেগুনাকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। এছাড়া বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে বাসের ৩০ যাত্রী আহত হন। আহতদের বড়াইগ্রামের বনপাড়া শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেগুনার আরো চার যাত্রীর মৃত্যু হয়।
নাটোরের লালপুর উপজেলায় একটি বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনা জেলার মুলাডুলি গ্রামের মন্টু রোজারিওর স্ত্রী আদরী বিশ্বাস (৩৬), ছেলে প্রত্যয় বিশ্বাস (১২), মেয়ে স্বপ্না বিশ্বাস (১০), ঈশ্বরদী উপজেলার পাকশি গ্রামের সুবহান আলী (৭৫), লেগুনার চালক (ঠাকুরগাঁ জেলায় বাড়ি) আব্দুর রহিম (৩৫), নাটোরের বড়াইগ্রামের শাপলা বেগম (২০), শেফালি বেগম (৪০), রজুফা বেগম (৪৫), লজেলা বেগম (৬৫) রোকন আলী (২২) ও সোবহান।