বিনোদন ডেস্কঃ

ফেসবুকে গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে আটক অভিনেত্রী কাজী নওশাবাকে ফের রিমান্ডে নেয়া হয়েছে।

প্রথম দফা রিমান্ড শেষে আজ বিকালে তাকে আদালতে তোলা হয়। সেখানে পুলিশ তাকে আবারো কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমীরুল হায়দার চৌধুরি তাকে দুদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

শুনানিতে নওশাবা তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে নওশাবাকে আটক করেন র‌্যাব সদস্যরা।

এর আগে ৫ই আগস্ট রোববার ঢাকা মহানগর হাকিম মাজাহারুল হকের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily