সারাদেশঃ
নওগাঁয় বিদেশি পিস্তল, শাটারগান ও ৬ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম মিজান শেখ (২২)।
সোমবার রাত ১১টার দিকে রাজশাহী র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা জেলার মান্দা উপজেলার কিত্তলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার অস্ত্রসহ তাকে মান্দা থানায় সোর্পদ করা হয় এবং ওইদিন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দাযেরের পর তাকে জেল হাজতে পাঠায় পুলিশ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মিজান শেখকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দেশিয় তৈরি একটি শার্টারগান, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক শেখ মিজান দীর্ঘদিন ধরে গোপনে অজ্ঞাত স্থান থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ব্যবসা করে আসছিল বলে সে প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে।
মান্দা থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই যুবককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-কেএম