রাজনীতিঃ

ঢাকার বাইরে থেকে মহাসমাবেশে অংশ নিতে আসা নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন ও নওগাঁ জেলার সাপাহার উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল এর ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া অজ্ঞাত নামা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫০ থেকে ২০০ জনের জামিন আবেদন নাকোচ করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

তেজগাঁও গোয়েন্দা বিভাগ কর্তৃক দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপনের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে।

এদিকে বিএনপির নেতা প্রয়াত অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily