অনলাইনঃ
ঢাকার নিউমার্কেট এলাকার ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষে আহত হয়ে আরও একজন মারা গেছেন।
নিহতের নাম মুরসালিন(২৫)।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় দুজনের প্রাণ গেল।

ওই বিক্রয়কর্মীর নাম মুরসালিন (২৫)। তিনি নিউ সুপার মার্কেটে রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন।

মুরসালিনের বড় ভাই নুর মোহাম্মদ বলেন, মুরসালিন কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে।

তাঁর স্ত্রীর নাম মিতু আক্তার। মুরসালিনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামে। তাঁর বাবার নাম মো. মানিক।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily