অনলাইনঃ
নবনিযুক্ত ৩৭তম বিসিএস (কৃষি) ক্যাডার অফিসারদের দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রোগ্রাম ঢাকার ফার্মগেটস্থ আ.কা.মু গিয়াসউদ্দিন মিল্কী অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে ডিএই এর বিভিন্ন উইং এবং কৃষি তথ্য সার্ভিস এর কার্যক্রম উপস্থাপন করা হয়।

৩৭তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ৪৬ জন কর্মকর্তার মধ্যে ৪৩ জন যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা প্রদান করায় কৃষিক্ষেত্রে এখন মেধাবী ছাত্ররা পড়াশুনা করে এ পেশায় যোগদান করছেন। কৃষি বিভাগ উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন বিঘা প্রতি ২০-২৫ মণ ধান উৎপাদন করছেন ফলে দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিশ্চিত হয়েছে।

নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কর্মস্থলে গিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকান্ডকে আরো বেগবান করে কৃষি উন্নয়নে অবদান রাখবেন। দেশ ও সমাজকে কিছু দেওয়ার জন্য কাজ করতে হবে যাতে জনগণ আপনাদেরকে স্মরণ করেন। কৃষি পেশার মর্যাদা রাখার আহবান জানিয়ে তিনি বলেন আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়; কৃষিবিদ ড. মো: আব্দুল মুঈদ, পরিচালক, সরেজমিন উইং, ডিএই; কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, প্রাক্তন মহাপরিচালক, ডিএই ও সদস্য এক্সপার্ট পুল (এপিএ) কৃষি মন্ত্রণালয়; কৃষিবিদ মো: মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক ও মহাসচিব, বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন ও কৃষিবিদ ড. মো: নুরুল ইসলাম, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস সহ বিভিন্ন উইং এর কর্মকর্তাবৃন্দ।
-বিএস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily