আইন আদালতঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে সেই সময় রাজপথে নামা ছাত্র-জনতাদের লক্ষ করে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করছিলেন জহিরুল ইসলাম ওরফে রুবেল।

সেই বিকৃত মস্তিস্ক রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী।

ভিডিওতে দেখা যায়, সেদিন দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।

-ওপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily