অনলাইনঃ

বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সদস্যরা।

দাবি না মানা পর্যন্ত কোনো ধরণের ক্রিকেট খেলবেন না বলে জানান ক্রিকেটাররা। 

নানা অসংগতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তোষ থেকে এ আন্দোলনের ডাক দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

২১ অক্টোবর, সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন ক্রিকেটারা।

সংবাদ সম্মেলনে সব ক্রিকেটারের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরেন সাকিব-তামিম-মুশফিকরা।

এসময় সাকিব বলেন, ‘বিপিএল, ডিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে আমাদের পারিশ্রমিক আগের মতো বাড়ানো হচ্ছে না। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খেলতে যাচ্ছি, টিম হোটেলে থাকছি।

ন্যূনতম আমাদের যাতায়াতের ভালো ব্যবস্থা রাখা উচিত। হোটেলের জিম ব্যবস্থা, সুইমিং পুল ব্যবস্থা থাকতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তামিম ইকবাল বলেন, ‘আমরা শুধু ক্রিকেট নিয়েই পড়ে থাকি। কিন্তু যদি একজন গ্রাউন্ডসম্যানের পারিশ্রমিকের কথা বলেন, সেটা কিন্তু বাড়ানো হচ্ছে না। তারা মাসে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা পারিশ্রমিক পান। আমরা বাংলাদেশি কোচ প্রমোট করতে পারছি না। বাংলাদেশের ২০ জন কোচের সমান পারিশ্রমিক পান বিদেশি একজন কোচ।

এছাড়া, দেশি একজন কোচের পারফর্ম ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাকে পরের ম্যাচে সুযোগ দেওয়া হয় না।’

সাকিব-তামিম-মুশফিক ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজসহ অনেকে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily