থার্ড আই এর আয়োজনে প্রথমবার বিলিয়ার্ড প্রতিযোগিতা শুরু

থার্ড আই এর আয়োজনে প্রথমবার বিলিয়ার্ড প্রতিযোগিতা শুরু
থার্ড আই এর আয়োজনে প্রথমবার বিলিয়ার্ড প্রতিযোগিতা শুরু

স্পোর্টসঃ
দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা ‘থার্ড আই সলুশন্স’ এর আয়োজনে গুলশান শ্যুটিং ক্লাবে আজ বাংলাদেশে এই প্রথম শুরু হলো ‘কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশীপ ২০২৩’ শিরোনামে বিলিয়ার্ড প্রতিযোগিতা শুরু হলো আজ।

শ্যুটিং ক্লাবের রোমাঞ্চকর ভেন্যুতে একঝাক কর্পোরেট ব্যাক্তিদের নিয়ে পথ চলা ওই আয়োজনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যডভান্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আর হোসাইন, ইন্ডিগো ও বিবিএস ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি শেখ আমিনুর রহমানমহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত কর্মকর্তাগণ।

জানা গেছে আয়োজনটি দুই দিন চলবে। আয়োজনের শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

বিলিয়ার্ড খেলার নিয়ম
প্রথমে র‍্যাক ব্রেক করে সলিড বা স্ট্রাইপের মধ্যে যেকোনো একধরনের বল ঠিক করে নিয়ে তার সবগুলো বল পকেটে পাঠাতে হবে। সব শেষে খেলতে হবে ৮ নম্বর বল। তবে অনলাইনে এই গেমে প্রত্যেক গেমার একেকটি শট খেলার জন্য সময় পাবেন ৩০ সেকেন্ড করে। এর থেকে বেশি সময় নিলে হারাতে হবে শট নেওয়ার সুযোগ।

১৫ শকতের দিকে ইউরোপে বিলিয়ার্ড খেলার প্রচলনের কথা শুনা যায়।

-শিশির

FacebookTwitter