অনলাইনঃ
তেজগাঁও শিল্পাঞ্চলের বাংলাদেশ গর্ভনমেন্ট প্রেস (বিজি প্রেস) এন সন্নিকটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব সূত্র জানায়, তাদের তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময় একদল অস্ত্রধারী ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে আন্তঃজেলা গাড়িচোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল বারি সমকালকে জানান, নিহত দু’জনের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

-বিবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily