সারাদেশঃ
উন্নয়নের কার্যক্রম থেমে নেই। রংপুর বিভাগের সবচেয়ে ভয়ংকর নদী তিস্তা। প্রায় প্রতি বছরই নদীর ভাঙ্গনে এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়। কৃষি নির্ভর এই এলাকার বহু মানুষ বন্যার পানিতে বন্দী জীবন যাপন করেন।
এই এলাকার সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তাতীরবর্তি কুঠিরপাড় এলাকায় নদীতীরে জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সমাজকল্যাণমন্ত্রী জানান, তিস্তার ভাঙনরোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তবে করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এ্যাডভোকেট মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ লালমনিরহাট। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের স্হানীয় নেতৃবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তার ভাঙনরোধে মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড়, গোবর্দ্ধন ও চন্ডিমারীর ৩৮০ মিটার এলাকায় ১৬ হাজার জিওব্যাগ স্থাপন করা হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন ও তত্বাবধান করেন আদিতমারীর কৃতি সন্তান ও স্কাইলা লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
-শিশির