অনলাইনঃ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার তিতাস উপজেলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার ভোরে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার জানান, কেন্দ্র দখলের অভিযোগে দাসকান্দি, ভিটিকান্দি, বন্দেরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে ব্যালটে পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করা হয়।

কেন্দ্রগুলো থেকে ভোটের মালামাল ফিরিয়ে আনা হয়েছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily