সারাদেশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নির্ধারিত কর্মসূচী ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে এসে অসুস্থ হয়ে প্রাণ হারালেন যুবদল নেতা আজিজুল হাকিম (৩৩)।

বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত দেশ বাঁচাতে ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে এসেছিলেন তিনি।

আজিজুল হাকিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যুবদলের এক নেতা।

আজ সোমবার বিকেলে বগুড়া শহরের খান্দার এলাকার স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশে পৌঁছার পর তিনি অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily