করোনা সংবাদঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার। ২৪ জুন, বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কামরুন নাহার, মঙ্গলবার তার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট পজিটিভ এসেছে।’ তবে তার কোনো উপসর্গ ছিলো না বলে জানান তিনি।

মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘তিনি এখন বাড়িতে আইসোলেশনে।’

এদিকে, সচিবের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, ‘কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।’

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট বিষয়

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily