শিক্ষাঃ
১ জুলাই শতবর্ষ পূর্ণ হতে চলেছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে এবার সশরীরে কোনো অনুষ্ঠান হবে না ঢাবি ক্যাম্পাসে।

অনলাইনে শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রতীকী কর্মসূচি উদযাপিত হবে। এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ১ জুলাই বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক বক্তব্য দেবেন।

সভাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক :https://www.facebook.com/ICTCellDU

উল্লেখ্য, শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ নভেম্বর ২০২১ তারিখ অনুষ্ঠিত হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily