অনলাইনঃ
ঢাকায় হঠাৎ ঝড়ে দুই জনের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যায় পল্টনে ভবন থেকে ইট পড়ে এক চা বিক্রেতা ও শেরেবাংলা নগরে গাছ পড়ে এক নারী মারা গেছেন।

এছাড়া বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। পাশাপাশি ঝড়ের কারণে নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সন্ধ্যা ৬টার দিকে পুরানা পল্টনে ঝড়ের সময় বহুতল ভবন থেকে ইট পড়ে নিচে থাকা মো. হানিফ (৪৫) নামে চায়ের দোকানির মৃত্যু হয়েছে। পল্টন থানার এসআই মো. সুজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, পল্টন মোড়ে চায়ের দোকান করতো হানিফ। সেখানে পাশের একটি বহুতল ভবনের (মল্লিক কমপ্লেক্স) উপর থেকে বেশ কয়েকটি ইট তার উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল, পাশে বেশ কয়েকটি ইট পড়ে থাকতে দেখে গেছে।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily