অনলাইনঃ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ঈদযাত্রায় থাকা লাখো মানুষ দুর্ভোগে পড়েছে।

শনিবার রাত সোয়া এগারোটার দিকে সেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতু উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. মনির আহমেদ আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৫৭) ট্রেনটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে বিরতি শেষে সেতুর উপরে ওঠার আগে চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। রেললাইন সচল হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধরণা করা হচ্ছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily