রাজধানীঃ

রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, ধামমন্ডি, সিদ্ধেশ্বরী, কাঁঠালবাগান, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় চলছে গ্যাস সংকট।

চলমান এই সংকট কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হচ্ছে।

এ কারণে কিছু কিছু গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহের পাশাপা‌শি সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

প্রকৌশলীরা রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করে যাচ্ছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে ব‌লে আশা করছে সংস্থা‌টি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্যাস সরবরাহ সমস্যা সমাধান হতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এদিকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু এলাকার গ্রাহক গ্যাস সংকটে পড়েছেন।

অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে বিবিয়ানার ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে।

এতে ক‌রে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগানের সংকট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়।

সংকট কাটিয়ে গ্যাসের চাপ স্বাভাবিক হতে কমপক্ষে ১০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিবিয়ানার ছয়টি কূপ থেকে গত শনিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করলে রাতেই প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

যার প্রভাব পড়ে রাজধানীর বেশ কিছু এলাকার গ্যাস সরবরাহ ব্যবস্থায়।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily