ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ
ডোমার উপজেলা ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতুলী গ্রামের তিন সন্তানের জননী রেনু বেগমকে (২৪) তার স্বামী গোলাম মোস্তাফা বুলু (৪০) গলা কেটে হত্যার পর পালিয়ে গেছে ।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কারেঙ্গাতুলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম এলাকার খায়রুল ইসলামের মেয়ে, অন্যদিকে মৃতের স্বামী গোলাম মোস্তাফা বুলু সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মৃত ঝরিয়াসার ছেলে। সে রেলওয়ের মাষ্টার রোলে খালাসি কাজ করতো বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মৃত রেনু বেগমের স্বামী নেশায় আসক্ত, তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় দাম্পত্য কলহ চলতো। এরই মধ্যে স্বামী- স্ত্রী মিলে গতকাল চিলাহাটি বাজারে অনুষ্ঠানে যায়, অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লে গভির রাতে বুলু ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেনু বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।

এ সময় তার দুই শিশু সন্তান ঘটনাটি দেখতে পেলে বুলু পালিয়ে যায়। সকাল বেলা খায়রুল ইসলাম তার মেয়ে এবং জামাইকে ডাকতে এসে তার নাতির হাতে চাকু দেখতে পেয়ে বলে তুমি চাকু দিয়ে কি কর। তার নাতি বলে, আম্মু মরে গেছে আমিও মরে যাব। তখনি তার নানা ঘরের দিকে ছুটে গিয়ে তার মেয়ে রেনু বেগমের গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে রেনুর গোলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মতিয়ার রহমান ঘটনাস্থল এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily