ব্যবসা-বাণিজ্যঃ

সম্প্রতি এডিসন গ্রুপের কর্পোরেট অফিসে ডিবিএল সিরামিকস লিমিটেড এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই স্ট্র্যাটেজিক পার্টনারশীপের লক্ষ্য হলো এডিসন রিয়েল এস্টেট কে তাদের সব প্রকল্পের জন্য ডিবিএল সিরামিকসের পণ্য নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং উন্নত সেবা প্রদান করা।

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান, জনাব এম এ রহিম এবং এডিসন রিয়েল এস্টেট এর চেয়ারম্যান ও সিইও, আমিনুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস, মোহাম্মদ শহিদুজ্জামান রাজ, কর্পোরেট সেলস এর এজিএম, নাসিম বিন আলম; এবং এডিসন রিয়েল এস্টেটের প্রোডাক্ট ও মার্কেটিং ডিরেক্টর আহমেদ পাশা, অপারেশন বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর, এস এম সাহেদুল করিম মুন্না, কমার্শিয়াল এর অ্যাডিশনাল ডিরেক্টর, মাসুদ আলম, এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সুমন চন্দ্র মজুমদার।

এই সমঝোতা রিয়েল এস্টেট সেক্টরে ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক উদ্ভাবনা এবং প্রিমিয়াম মানের সিরামিক পণ্য সরবরাহের যে প্রতিশ্রুতি রয়েছে তাকে আরো জোরদার করবে।

এই পার্টনারশীপ এডিসন রিয়েল এস্টেট এর পছন্দের সিরামিক কোম্পানি হিসেবে ডিবিএল সিরামিকস এর অবস্থানকে আরো মজবুত করার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জনের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily