ডাক্তারদের প্রাকটিস বন্ধে সরকারকে নোটিশ

অনলাইনঃ
সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এটা করা না হলে হাইকোর্টে রিট করা হবে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলকে ডাকযোগে এ নোটিশ দেয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, সরকারি চাকুরিজীবিরা কোন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অবাধে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যার কারণে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ জনগণ।

-ডিকে

FacebookTwitter