অনলাইনঃ

ফুসফুসের সংক্রমণ কমে আসলেও গলাব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। তবে ধীরে ধীরে তার সার্বিক অবস্থার উন্নতি হতে থাকায় শ্বাস নিতে অক্সিজেনও নিতে হচ্ছে না তাকে। কথা বলতে কষ্ট হওয়ায় কথার উত্তর লিখে দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

গতকাল ১৫ জুন, সোমবার সন্ধ্যায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণমাধ্যম সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য জানিয়ে বলেন, ‘চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নেই, তবে ব্যাকটোরিয়া ইনফেকশন আছে।’

তাকে আরো ৬-৭ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে উল্লেখ করে তিনি জানান, ‘তবে তিনি (ডা. জাফরুল্লাহ) মানসিকভাবে অনেক উজ্জীবিত রয়েছেন।’

বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিকিৎসা দেয়া হচ্ছে। ডা. নাজিম মোহাম্মদ গতকাল সন্ধ্যার পর ডা. জাফরুল্লাহকে কাছ থেকে শারীরিক অবস্থার বিস্তারিত জানেন বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

উল্লেখ্য, ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ওই দিন গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে বিএসএমএমইউর পরীক্ষাও তার করোনা পজিটিভি ধরা পড়ে। এরপর ২৬ মে প্লাজমা থেরাপিও দেয়া হয় তাকে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily