ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেন। এটি ঢাকা-৮ আসনের অন্তর্ভূক্ত এলাকা।

রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি।

ড. কামালের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ভোটকেন্দ্রে গিয়েছিলেন।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ হবে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily