অনলাইনঃ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়া’র ৭৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন ঢাকায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মফিদা আকবর, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের মহাসচিব মোঃ আতাউর রহমান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া, আওয়ামী লীগ নেতা ফরিদ খান, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সস্পাদক এডভোকেট খান-চমন-ই এলাহী, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, সদস্য আতিকুল্লাহ আরেফিন রাসেল, কবি আব্দুল কুদ্দুছ বাশার, মোঃ নুরুল ইসলাম বাবুল, পলাশ চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, প্রিয়াংকা ইসলাম, মোঃ নাদিকুর রহমান, মোঃ হুমায়ুন কবির হিমু প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধুর আদর্শের একজন ধারক-বাহক ছিলেন। তিনি নির্লোভ, নিরহঙ্কার ও সৃজনশীল মানুষ ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনী নতুন প্রজন্মকে জানাতে হবে, এই লক্ষ্যে তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা জরুরী।

আলোচনা শেষে ড. এম.এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়।
-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily