সারাদেশঃ
ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু।
২২ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার ১০ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলা হাইওয়ে পুলিশের ওসি রেজাইল করিম এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শুকুর আলী (৩৫) ও মো. আলামিন (১৮)। শুকুর আলী ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে এবং আলামিন একই গ্রামের আতাহার আলীর ছেলে। এ ঘটনায় আরো এক পথচারী আহত হন। আহত পথচারীর নাম রিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ মাইল নামক স্থানে একটি ট্রলি রাস্তা পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি মসুরবোঝায় ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক শুকুর আলী ও হেলপার আলামিন নিহত হন। এ সময় ট্রলিতে থাকা আরো এক আরোহী আহত হন।
এ বিষয়ে ওসি রেজাইল করিম জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক এবং ট্রাকটি জব্দ করেছে হাইওেয়ে পুলিশ।
-কেএম