সারাদেশঃ
বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে টেলিভিশন বিস্ফোরণের পর আগুনে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত ফজলুল হক টুনুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।

স্থানীয়রা জানায়, ফজলুল হক টুনুর স্ত্রী রহিমা বেগম এবং তার ছোট ছেলের পরিবার টিভি চালু রেখেই ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এসময় তারা আগুনের ফুলকি গ্যাসের সিলিন্ডারের পাইপ লাইনের ওপর দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় দমকল বাহিনী আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম রেজা।

রহিমা বেগম বলেন, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ অর্থ, ৫টি ছাগল, ধান এবং সংসারের প্রয়োজনীয় সকল জিনিসপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily