তথ্য প্রযুক্তিঃ
বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
একইসঙ্গে রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলায়ও হাজার হাজার ভুয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে এ কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ থেকে ঠিক কি পরিমাণ টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
বৃহস্পতিবার টুইটারের ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়, ভেনিজুয়েলার নাগরিকদের উদ্দেশে রাষ্ট্র সমর্থিত প্রচারণায় প্রভাব বিস্তারে সম্পৃক্ত থাকায় ওই দেশের এক হাজারের বেশি অ্যাকাউন্ট শনাক্ত করে তা মুছে ফেলা হয়। আর ইরানে ক্ষতিকর ২ হাজার ৬১৭ অ্যাকাউন্ট শনাক্ত করা হয় এবং স্থগিত রাখা হয়।
এদিকে টুইটার গত সেপ্টেম্বরে রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সির (আইআরএ) সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ৩ হাজার ৮৪৩ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রায় একই অভিযোগে আরও ৪১৮ রাশিয়ান অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।
-ডিকে