প্রশাসনঃ
প্রশাসনে এবার জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে সরকারের উপসচিব হয়েছেন প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন বিসিএসের ৩৩৭ জন কর্মকর্তা।

আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাই বেশি।

এ ছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে বিভিন্ন পদে কর্মরত আছেন।

নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন প্রথমে তাঁদের এই মন্ত্রণালয়ে যোগ দিতে হবে। এরপর তাঁদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। কর্মকর্তারা ই–মেইলে যোগদান করতে পারবেন। অবশ্য আপাতত প্রায় সবাইকে আগের পদেই থাকতে হবে।

আরও পড়ুন:

প্রশাসনিক পদ হওয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার হতে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily