তথ্য প্রযুক্তিঃ
দেশের প্রধান টেলিকম অপারেটর গ্রামীণফোনের (জিপি), রবির বকেয়া অর্থ নিয়ে প্রচলিত আইনে আর কোনো দরকষাকষির সুযোগ নেই বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

বিটিআরসির হিসাবে জিপির কাছে পাওয়া রয়েছে ১২ হাজার ৫৭৯ কোটি টাকা এবং রবির কাছে পাওয়া ৮৬৭ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, যেহেতু জিপি দরকষাকষি করতে চায় তাই তারা সরকারকে টেলিযোগাযোগ আইন সংশোধন করতে বলছে।

বিটিআরসি গ্রাহকদের দুর্ভোগের দিকে লক্ষ্য রাখছে বলে জানান তিনি।

এর আগে জিপি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলো যে বিটিআরসি তাদের ব্যান্ডউইথ আংশিকভাবে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা ‘অযৌক্তিক ও বেআইনি’।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily