অনলাইনঃ
ক্যাসিনো বিরোধী অভিযানের সময় আটক জি কে শামিমের প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের সঙ্গে করা ১০টি সরকারি নির্মাণ চুক্তি বাতিল করা হয়েছে।
এই ১০ চুক্তির মধ্যে সচিবালয়ের নতুন ভবন নির্মাণ, জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন নির্মাণসহ আরো নানা হেভিওয়েট প্রকল্প ছিল। আজ চুক্তি বাতিলের কথা ঘোষণা করা হয়। জিকে শামিম সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) পাঁচ প্রকৌশলীকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
প্রকৌশলীদের বর্তমান পদবী, কর্মস্থল, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বার পাসপোর্ট ও মোবাইল নাম্বার চেয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে উল্লিখিত তথ্যাদি তদন্ত দলের প্রধান সংস্থাটির পরিচালক-২, সৈয়দ ইকবাল হোসেন এর দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।
যে সব প্রকৌশলীর তথ্যাদি চাওয়া হয়েছে তারা হলেন নির্বাহী প্রকৌশলী মুনিফ আহমে কাওছার মোর্শেদ, আশরাফুজ্জামান পলাশ,উপবিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল রানা এবং ডিপ্লোমা প্রকৌশলী রাদিউজ্জামান।
-কেএম