জানুয়ারি থেকে নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ২২৫ মামলা

জানুয়ারি থেকে নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ২২৫ মামলা
জানুয়ারি থেকে নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ২২৫ মামলা

আইন আদালতঃ
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ২২৫টি মামলা দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯-এর উদ্যেগে গঠিত ‘বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়েটিভ (বিআইএফআই) ওয়ার্কিং গ্রুপের পরামর্শ সভায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

সভায় জানানো হয়, এসব মামলায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪১৭ জন ব্যক্তি অভিযুক্ত হয়েছেন, যাদের মধ্যে সাংবাদিক ৬৮ জন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন ১৫ জন সাংবাদিক।

এসব মামলাগুলোর বেশির ভাগই হয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য (এমপি) অথবা ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে কটূক্তি বা মানহানির কারণে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি রাশেদ মেহেদী।

দেশের প্রতিটি গণমাধ্যমে ‘ফ্যাক্ট-চেকিং টুলসের’ ব্যবহার ও ‘ফ্যাক্ট-চেকার’ তৈরির পরামর্শও দেওয়া হয়েছে সভায়।

-দ্বিপ

FacebookTwitter