ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন ও ড. জামিলুর রেজা চৌধুরীর নিকটাত্মীয় অধ্যাপক শিবলী রুবায়েত ইসলাম এই তথ্য নিশ্চিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শিবলী রুবায়েত ইসলাম জানান, সোমবার রাত ২টার দিকে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু হয়। তার মৃতদেহ বনানী কবরস্থানে দাফন হবে।

বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

২০১৮ সালের ১৯ জুন তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।

পদ্মাসেতু আন্তর্জাতিক প্যানেলের প্রধান পরামর্শক, বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা-২১০০’ এর প্রধান সমন্বয়ক, জাতীয় অধ্যাপক, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক।

এছাড়াও তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। একুশে পদকপ্রাপ্ত এই জাতীয় অধ্যাপক সরকারের মেগা প্রকল্প পদ্মাসেতু নির্মাণ কাজের পরামর্শক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily